হামাসের সঙ্গে সংঘর্ষে একদিনে ১৬ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল-হামাস
নিহত কয়েকজন ইসরায়েলি সেনা  © টাইমস অব ইসরাইল

স্থল অভিযানে হামাসের সঙ্গে সংঘর্ষে একদিনে ১৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও হারেৎজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনের গাজায় দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা।

‘ইয়াসিন-১০৫’ রকেটের সাহায্যে সেটিকে ধ্বংস করা হয় বলে বুধবার জানিয়েছে হামাসের ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড।

ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড বলেছে, গাজা উপত্যকার সীমান্তের হাজার-আলদিক এলাকায় একটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। সেখানে একের পর এক রকেটের আঘাতে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ইসরায়েলের ১৬ সেনা নিহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল বুধবার জানায়।

গাজার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় হামাসের একটি রকেটের আঘাতেই একটি সাজোয়া যান ধ্বংস ও ৭ দখলদার সেনা প্রাণ হারিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল, হারেৎজে


মন্তব্য


সর্বশেষ সংবাদ