সমলিঙ্গ বিরোধী আইন পাস করায় দুই দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১১:৩১ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ১১:৩১ AM

নতুন করে চার দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধে অবক্ষয় ও অনগ্রসরতার পাশাপাশি চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক এক্স বার্তার এ তথ্য জানান।
নতুন করে নিষেধাজ্ঞার আওতায় দেশগুলোকে বিশেষ বাণিজ্য সুবিধা ও চুক্তি থেকে বহিষ্কার করা হয়েছে। এ দেশগুলো হলো উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি এক্স (টুইটার) বার্তায় এই তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো হলো উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। এই নিষেধাজ্ঞার ফলে দেশগুলোকে বিশেষ বাণিজ্য সুবিধা ও চুক্তি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, নাইজার ও গ্যাবনে সামরিক শাসক ক্ষমতাসীন থাকায় বাণিজ্য চুক্তির জন্য অযোগ্য হয়েছে তারা। এছাড়া মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও উগান্ডায় সমলিঙ্গ বিরোধী আইন পাস হওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগে দেশটিতে নিষেধাজ্ঞা প্রদান করেছে যুক্তরাষ্ট্র।
আফ্রিকার এই দেশগুলোর সাথে ২০০০ সাল থেকে অর্থনৈতিক উন্নয়ন জোরদার ও সহযোগিতার জন্য আফ্রিকার গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (অ্যাগোয়া) চুক্তি করে যুক্তরাষ্ট্র। এর আওতায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্যিক সুবিধাসহ ১৮০০টি পণ্য বিনা শুল্কে সাব-সাহারার অঞ্চলে রপ্তানির সুবিধো পেত দেশগুলো।