আয়ারল্যান্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফিলিস্তিনি পতাকার সমুদ্র
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০১:১৫ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০১:২২ PM

গত বুধবার সন্ধ্যায় সেল্টিক এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে। ম্যাচটি টাই হয়ে যায়, সেইসঙ্গে গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনে হোম টিমের মাঠ ফিলিস্তিনি পতাকার সমুদ্রে রূপান্তরিত হয়। খবর আল জাজিরার।
আক্ষরিক ও রূপকভাবে প্রধান পতাকা বাহক হলো গ্রীন ব্রিগেড। এটি একটি আলট্রা গ্রুপ যা ২০০৬ সালে গঠিত হয়েছিল। মূলত এরা আইরিশ রিপাবলিকানিজম এবং ফিলিস্তিনি সমর্থনের জন্য বিখ্যাত।
গ্রুপটি জানিয়েছে, "আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থনের বিষয়ে লজ্জাহীন এবং দ্ব্যর্থহীন; এটি অব্যাহত থাকবে।"
প্রসঙ্গত, গাজায় বর্বর ইসরায়েলি হামলার পর থেকে পুরো বিশ্ব ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে। বিংশ শতাব্দীতে এসে তারা এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনো প্রত্যক্ষ করেনি। যেখান নির্বিচারে ও নির্লজ্জভাবে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। হাসপাতাল, রিফুজি ক্যাম্পে বোমা ফেলে আহত মানুষদেরকে মেরে ফেলছে। ২২ লাখ মানুষকে বন্দী বানিয়ে, চারদিক থেকে ঘিরে বিমান হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে। আন্তর্জাতিক কোন আইনের তোয়াক্কা করছে না। তবে সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো, এমন মানবাতাবিরোধী অপকর্ম করার পরেও পশ্চিমা বিশ্ব বেহায়ার মতো দখলদার ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে।
চলমান এই যুদ্ধাপরাধের মধ্যেই রিপাবলিকান নেতৃত্বাধীন ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইসরায়েলকে ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের একটি বিল পাস করেছে।
গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে শুধু শিশু মৃতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। আহত হয়েছে আরও ২৫ হাজারের অধিক।
আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে ৭৩ শতাংশই নারী ও শিশু।