গাজায় বেসামরিক জনগণের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০১:৪৮ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০১:৪৮ PM

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
তিনি গাজা উপত্যকার মানুষদেরকে ‘ফাঁদে আটকে পড়া’ লোকজন উল্লেখ করে বলেন, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাদের ওপর ইচ্ছাকৃতভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল।
অ্যাঞ্জেলিনা জোলি বর্তমানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে কাজ করছেন। তিনি বলেন, গাজা প্রায় দুই দশক ধরে উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে।
জোলি আরো বলেন, "নারী ও শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে তাদের পরিবারশুদ্ধ সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে এবং তাদের সাথে মারাত্মক রকমের অমানবিক আচরণ করা হচ্ছে।” তিনি যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করা বিশ্ব নেতাদের "এই অপরাধে জড়িত" বলে অভিযুক্ত করেন।
আরও পড়ুন:- আয়ারল্যান্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফিলিস্তিনি পতাকার সমুদ্র
হামাসের ৭ অক্টোবরের হামলার সমালোচনা করলেও জোলি বলেন, "বেসামরিক জনগণের ওপর বোমা হামলা এবং নিরীহ প্রাণ হারিয়ে যাওয়াকে তিনি ন্যায্যতা দিতে পারে না।"
প্রসঙ্গত, গাজায় বর্বর ইসরায়েলি হামলার পর থেকে পুরো বিশ্ব ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে। বিংশ শতাব্দীতে এসে তারা এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনো প্রত্যক্ষ করেনি। যেখান নির্বিচারে ও নির্লজ্জভাবে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। হাসপাতাল, রিফুজি ক্যাম্পে বোমা ফেলে আহত মানুষদেরকে মেরে ফেলছে। ২২ লাখ মানুষকে বন্দী বানিয়ে, চারদিক থেকে ঘিরে বিমান হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে। আন্তর্জাতিক কোন আইনের তোয়াক্কা করছে না। তবে সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো, এমন মানবাতাবিরোধী অপকর্ম করার পরেও পশ্চিমা বিশ্ব বেহায়ার মতো দখলদার ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে।
চলমান এই যুদ্ধাপরাধের মধ্যেই রিপাবলিকান নেতৃত্বাধীন ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইসরায়েলকে ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের একটি বিল পাস করেছে।
গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে শুধু শিশু মৃতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। আহত হয়েছে আরও ২৫ হাজারের অধিক।
আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে ৭৩ শতাংশই নারী ও শিশু।