ফিলিস্তিনকে সমর্থন করায় নিষিদ্ধ হল সেল্টিকের বিশেষ সমর্থকগোষ্ঠী

ফিলিস্তিন
সেল্টিক ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচে ফিলিস্তিনের পতাকার সমুদ্রে রূপান্তরিত হয়  © রয়টার্স

ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত দর্শক মাত্রই জানেন সেল্টিকের কথা। স্কটিশ এই ক্লাবটিই প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে জিতেছিল ইউরোপিয়ান কাপ, যা এখন চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত। সেল্টিকের ঘরের মাঠ সেল্টিক পার্কে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই যেন উৎসবের আবহ। 

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই আসরে যখনই ঘরের মাঠে কোনো ম্যাচ থাকে সেল্টিকের, ৬০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে থাকে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও এর ব্যতিক্রম ছিল না। 

তবে সেল্টিক পার্ক এবার খবরের শিরোনাম হয়েছে ভিন্ন কারণে। চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সেল্টিক সমর্থকরা। পুরো গ্যালারি জুড়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তারা। বিশেষ করে সেল্টিকের উগ্র সমর্থকগোষ্ঠী নামে পরিচিত গ্রিন ব্রিগেড গ্রুপ ছিল এর মূলে।

আরও পড়ুন:- আয়ারল্যান্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফিলিস্তিনি পতাকার সমুদ্র

তবে বিষয়টি ভালোভাবে নেয়নি সেল্টিক বোর্ড। কয়দিন আগে ঘরোয়া লিগের ম্যাচেও একই কাজ করেছিল গ্রিন ব্রিগেড। তাদের দাবি, সেদিন ইচ্ছে করে টেলিভিশনে তাদের পতাকা বহনের কোনো দৃশ্য দেখানো হয়নি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেই সুযোগ পায়নি টিভি চ্যানেলগুলো। কারণ প্রায় পুরো গ্যালারিজুড়েই ছিলো ফিলিস্তিনের পতাকা। 

এই ম্যাচের আগে গ্রিন ব্রিগেড একটি অ্যাওয়ে ম্যাচেও ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিল। যার কারণে সেল্টিক বোর্ড সব অ্যাওয়ে ম্যাচে নিষেধাজ্ঞা দেয় তাদের। এবার যা বর্ধিত করা হয়েছে ঘরের মাঠের সব ম্যাচেও।

এর আগে সেল্টিকের গ্রুপটি জানিয়েছে, "আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থনের বিষয়ে লজ্জাহীন এবং দ্ব্যর্থহীন; এটি অব্যাহত থাকবে।"

আরও পড়ুন:- গাজায় বেসামরিক জনগণের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রসঙ্গত, গাজায় বর্বর ইসরায়েলি হামলার পর থেকে পুরো বিশ্ব ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে। বিংশ শতাব্দীতে এসে তারা এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনো প্রত্যক্ষ করেনি। যেখান নির্বিচারে ও নির্লজ্জভাবে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। হাসপাতাল, রিফুজি ক্যাম্পে বোমা ফেলে আহত মানুষদেরকে মেরে ফেলছে। ২২ লাখ মানুষকে বন্দী বানিয়ে, চারদিক থেকে ঘিরে বিমান হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে। আন্তর্জাতিক কোন আইনের তোয়াক্কা করছে না। তবে সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো, এমন মানবাতাবিরোধী অপকর্ম করার পরেও পশ্চিমা বিশ্ব বেহায়ার মতো দখলদার ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে।

চলমান এই যুদ্ধাপরাধের মধ্যেই রিপাবলিকান নেতৃত্বাধীন ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইসরায়েলকে ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের একটি বিল পাস করেছে।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে শুধু শিশু মৃতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। আহত হয়েছে আরও ২৫ হাজারের অধিক।

আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে ৭৩ শতাংশই নারী ও শিশু।

সূত্র: ইন্ডিপেনডেন্ট, আল জাজিরা


মন্তব্য


সর্বশেষ সংবাদ