পুরস্কারের অর্থ ফিলিস্তিনিদের দান করলেন টেনিস তারকা জাবেউর

ফিলিস্তিন
সম্প্রতি উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) আয়োজিত ডব্লিউটিএ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ওনস জাবেউর।   © সংগৃৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যা চলছে তা যে কোনো নৃশংসতাকেও হার মানায়। ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে প্রতিদিনই সেখানে মৃত্যুবরণ করছেন শত শত নিরীহ মানুষ। সামরিক বাহিনীর নৃশংসতা থেকে রক্ষা পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল এমনকি রিফুজি ক্যাম্পও। বিশেষ করে প্রতিদিন শিশুদের মৃত্যু নাড়া দিয়ে গিয়েছে সর্বস্তরের মানুষকে। বিশ্বের বিভিন্ন মহল থেকে ইসরায়েলি হামলার নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তিউনিশিয়ার টেনিস তারকা ওনস জাবেউর।

সম্প্রতি উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) আয়োজিত ডব্লিউটিএ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ওনস জাবেউর। মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চেক প্রতিদ্বন্দ্বী মার্কেতা ভন্দ্রোসোভাকে হারান তিনি।

টানা দুবার উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন ওনস জাবেউর। কিন্তু দুবারই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে এই তিউনিসিয়ান টেনিস তারকাকে। চলতি বছরের জুলাইয়ে তার বিপক্ষে উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসোভা। এবার সেই প্রতিপক্ষকে হারিয়ে প্রতিশোধ নিয়েছেন জাবেউর। জয়ের পরও তার মুখে হাসি নেই। গাজায় যুদ্ধের ভয়াবহতায় তার মন কাঁদছে। তাই তো টুর্নামেন্ট থেকে পাওয়া পুরস্কারের অর্থ ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:- ফিলিস্তিনকে সমর্থন করায় নিষিদ্ধ হল সেল্টিকের বিশেষ সমর্থকগোষ্ঠী

তবে টুর্নামেন্ট জেতার পর উদযাপনের সময় কান্নায় ভেঙে পড়েন ওনস। জানান, ইসরাইলের নির্বিচার বিমান হামলায় ফিলিস্তিনি মানুষের ভয়াবহ অবস্থা তাকে বিষণ্ন করে তুলেছে।

ম্যাচ জয়ের পর উপস্থাপক যখন জিজ্ঞেস করেন, খুশি লাগছে কিনা। উত্তরে ওনস বলেন, 'জয়ের জন্য আমি খুবই খুশি। তবে আমি পুরোপুরি খুশি নই। বিশ্বের বর্তমান পরিস্থিতি আমাকে খুশি থাকতে দিচ্ছে না।' এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিউনিশিয়ান তারকা।

এরপর ওনস বলেন, ‘প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, এটা দেখা খুবই কষ্টকর। এটা হৃদয়বিদারক। আমি আমার পুরস্কারের একটি অংশ ফিলিস্তিনের নাগরিকদের দান করতে চাই। আমি এই জয়ে খুশি হতে পারছি না। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এটা মানবতা। আমি বিশ্বে শান্তি চাই।’

সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত এসব সহিংসতার ঘটনা দেখার প্রসঙ্গ টেনে তিউনিসিয়ান তারকা বলেন, ‘ভিডিও, ফটো নিয়মিত আপনি দেখতে পাবেন। এতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। এ কারণে সামাজিকমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’

আরও পড়ুন:- গাজায় বেসামরিক জনগণের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রসঙ্গত, গাজায় বর্বর ইসরায়েলি হামলার পর থেকে পুরো বিশ্ব ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে। বিংশ শতাব্দীতে এসে তারা এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনো প্রত্যক্ষ করেনি। যেখান নির্বিচারে ও নির্লজ্জভাবে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। হাসপাতাল, রিফুজি ক্যাম্পে বোমা ফেলে আহত মানুষদেরকে মেরে ফেলছে। ২২ লাখ মানুষকে বন্দী বানিয়ে, চারদিক থেকে ঘিরে বিমান হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে। আন্তর্জাতিক কোন আইনের তোয়াক্কা করছে না। তবে সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো, এমন মানবাতাবিরোধী অপকর্ম করার পরেও পশ্চিমা বিশ্ব বেহায়ার মতো দখলদার ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে।

চলমান এই যুদ্ধাপরাধের মধ্যেই রিপাবলিকান নেতৃত্বাধীন ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইসরায়েলকে ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের একটি বিল পাস করেছে।

আরও পড়ুন:- গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে শুধু শিশু মৃতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। আহত হয়েছে আরও ২৫ হাজারের অধিক।

আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে ৭৩ শতাংশই নারী ও শিশু।

সূত্র: দ্য টেলিগ্রাফ, আরব নিউজ, আল জাজিরা, আনাদোলু এজেন্সি


মন্তব্য