হামাসের প্রতিরোধের মুখে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত

গাজা
গাজায় কয়েকজন ইসরায়েলি সৈন্য  © টাইমস অব ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর হামাসের হাতে মোট ২৩ জন ইসরায়েলি সেনা প্রাণ হারাল। 

শুক্রবার (৩ নভেম্বর) ইসরায়েরভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

নিহত ইসরায়েলি সৈন্যরা হলেন, ক্যাপ্টেন বেনি ওয়াইস (২২), মাস্টার সার্জেন্ট উরিয়া ম্যাশ (৪১), মাস্টার সার্জেন্ট ইহোনাটান ইয়োসেফ ব্র্যান্ড (২৮) এবং সার্জেন্ট মেজর গিল পিশিতজ (৩৯)।

আরও পড়ুন:- ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ওয়াগনার গ্রুপ: প্রতিবেদন

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই ২৭ অক্টোবর থেকে সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

এদিকে গত তিন সপ্তাহ ধরে ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে। এছাড়া নারী রয়েছে ২ হাজারের উপরে। আহত হয়েছেন আরও ২৫ হাজারের বেশি মানুষ।

এছাড়া ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েল হামলা শুরু করেছে। এসব হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার ফিলিস্তিনি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ