ইসরায়েলে থাকা হাজার হাজার ফিলিস্তিনিকে গাজায় ফেরত পাঠানো হচ্ছে

ইসরায়েল-ফিলিস্তিন
গাজায় ফিরছে হাজার হাজার চাকরিচ্যুত ফিলিস্তিনি  © রয়টার্স

গত ৭ অক্টোবর দখলকৃত ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলায় ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এখন পর্যন্ত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

এদিকে হামাসের ওই হামলার পর ইসরায়েলে কাজ করা ফিলিস্তিনি শ্রমিকদের গণগ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়। এরপর তাদেরকে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন:- হামাসের প্রতিরোধের মুখে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফেরত পাঠানো ফিলিস্তিনি কর্মজীবী ও শ্রমিকের সংখ্যা হাজার হাজার।

রয়টার্স জানিয়েছে, এই সপ্তাহের শুরুর দিকে আমরা রিপোর্ট করেছিলাম, যুদ্ধ শুরু হওয়ার সময় যারা ইসরায়েলে নিযুক্ত ছিল এবং কথিত গণগ্রেফতার অভিযানের মধ্যে তখন থেকে নিখোঁজ হয়েছিল, এদের সংখ্যা কয়েক হাজার।

মানবাধিকার গোষ্ঠী এবং ট্রেড ইউনিয়নগুলি বলছে যে, ইসরায়েলে কাজ করার অনুমতি প্রত্যাহার করার পরে কিছু শ্রমিককে অধিকৃত পশ্চিম তীরে সামরিক স্থাপনায় অবৈধভাবে আটক করা হয়েছিল।


মন্তব্য


সর্বশেষ সংবাদ