গাজায় ঢুকলে ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে ফেরত পাঠানো হবে: হামাস
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ PM

ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েলকে এই হুমকি দেন।
গতকালই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকার গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এখন গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত অভিযান চালানোর বিষয়টি সময়ের ব্যাপার মাত্র।
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, গাজায় ইসরায়েলি সেনা নিহতের যে সংখ্যা ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
আরও পড়ুন:- হামাসের প্রতিরোধের মুখে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েল বলেছে, গত শুক্রবার গাজায় স্থল অভিযান সম্প্রসারিত করার পর থেকে তারা ১৮ জন সেনা হারিয়েছে।
ইসরায়েলের উদ্দেশে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘তোমাদের সেনারা কালো ব্যাগে করে ফিরবে।’
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি ব্যক্তি নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।
আরও পড়ুন:- ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ওয়াগনার গ্রুপ: প্রতিবেদন
৭ অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। ২৭ দিন ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু রয়েছে ৩ হাজার ৭০০ এর উপরে। নিহতদের মধ্যে নারীর সংখ্যা ২ হাজারের ওপরে। এছাড়া আহত হয়েছে ৩২ হাজারের বেশি মানুষ।
এদের অধিকাংশই বেসামরিক মানুষ। এছাড়াও নিহতের তালিকায় রয়েছে ৩০ জনের অধিক সাংবাদিক। জাতিসংঘ ত্রাণকর্মীর সংখ্যাও ৩০ জনের বেশি।