ইসরায়েলের কাছে বেসামরিক মানুষেরা 'অপ্রাসঙ্গিক'

গাজা
গাজায় বর্বর ইসরায়েলি হামলায় শহীদ কয়েকজন ফিলিস্তিনি  © সংগৃৃহীত

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে বেসামরিক মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ বিষয়ে সামরিক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার বলেছেন যে, বেসামরিকরা ইসরায়েলের জন্য "অপ্রাসঙ্গিক"।

ম্যাগনিয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, “ইসরায়েলি বাহিনী (আত্মরক্ষা) শিরোনামে ৯ হাজার মানুষকে নিহত এবং ৩২ হাজার মানুষকে আহত করেছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ থেকে কভার রয়েছে এবং দিনশেষে তারা কারো কাছে জাবাবদিহি নয়।"

“দিনশেষে তাদের রাজনৈতিক লক্ষ্য হলো বেসামরিক লোকদের উত্তর থেকে দক্ষিণে চলে যেতে বাধ্য করা। তবে তারা সফল হবে কি না, এই বিষয়ে এখনই বলা যাচ্ছে না, কারণ আমরা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলির কাছ থেকে খুব কঠোর প্রতিরোধ এবং ইসরায়েলি সৈন্যদের অনেক হতাহতের ঘটনা দেখেছি।

প্রসঙ্গত, ইসরায়েলি গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলার হাত থেকে হাসপাতাল, মসজিদ, স্কুল, বেসামরিক স্থাপনা, শরণার্থী শিবির কিছুই রেহাই পাচ্ছে না। তাদের মানবতাবিরোধী কর্মকাণ্ডে এখন পর্যন্ত ৯ হাজার ৬৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে শুধু শিশুই আছে ৩ হাজার ৭০০ এর অধিক। এছাড়া আহত হয়েছে আরও ৩২ হাজারের বেশি মানুষ। এদের অধিকাংশই বেসামরিক।


মন্তব্য