সমুদ্র সৈকতে প্রতীকী লাশের সারি রেখে গাজায় শিশু হত্যার অভিনব প্রতিবাদ ব্রাজিলের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ০১:৪৫ PM

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে একদল কর্মী গাজায় বেসামরিক লোকদের হত্যার প্রতিবাদে কোপাকাবানা সমুদ্র সৈকতে কাফনের লাশের সারি দিয়ে উপহাস প্রদর্শন করেছে।
সামগ্রিকভাবে ১২০টি রক্তাক্ত কাফন বিখ্যাত সমুদ্র সৈকতে স্থাপন করা হয়েছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ৩,৭০০ শিশুর প্রতিনিধিত্ব করে।
আয়োজকরা জানিয়েছেন, তারা দেখাতে চেয়েছেন ব্রাজিল দুর্ভোগের ব্যাপারে উদাসীন নয়।
"ইসরায়েল আত্মরক্ষার নামে খুব অদ্ভুত আচরণ করছে," অনুষ্ঠানটি মঞ্চস্থকারী রিও ডি পাজ এনজিওর সভাপতি আন্তোনিও কার্লোস কস্তা আল জাজিরাকে বলেছেন।
আরও পড়ুন:- হাসপাতালে হামলা চালাতে ইহুদী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাধা নেই: ৪৩ ইহুদী রাব্বীর ফতোয়া
তিনি বলেন, “চূড়ান্ত সমাধান ছাড়াই তারা শিশুদের হত্যা করছে, বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে, ক্ষোভ ছড়াচ্ছে, শিশুদের রক্তের সাথে সন্ত্রাসীদের রক্ত মিশ্রিত করছে। এই সব একটি চূড়ান্ত সমাধান প্রস্তাব ছাড়া।"
অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতর জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে মানবতাবিরোধী ইহুদিবাদী ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ওই পাশবিক হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি শহীদ এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন।
এর আগে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ওই হামলায় ১৫ জন শহীদ হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।
নিয়েছেন। যেসব স্থানে বেসামরিক নাগরিক রয়েছে সেসব স্থানের তালিকা ও ঠিকানা তেল আবিবকে জানিয়েছে জাতিসংঘ। কিন্তু তারপরও বর্বর ইসরাইলি সেনারা এখন বিমান হামলা থেকে কোনো স্থানকেই নিরাপদ রাখছে না।
আরও পড়ুন:- হামলা থেকে বাঁচতে ঘরছাড়া ১৫ লাখ ফিলিস্তিনি
প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে ৯ হাজার ২২৭ জন। আহত হয়েছেন আরও প্রায় ৩৩ হাজার মানুষ। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, কারণ সেখানে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না তারা। হাসপাতালগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে দখলদার বাহিনি।
নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।
এদিকে সাময়িক যুদ্ধবিরতির আবেদন প্রত্যাখ্যান করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গাজায় ইসরায়েলি বর্বরতার মাঝেই দখলদার দেশটিকে ১৪ বিলিয়ন ডলার সহায়তার বিল পাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খুব শীঘ্রই এই সাহায্য ইসরায়েলকে দেওয়ার কথা রয়েছে।