ইরানের ৮০০ শহরে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল-সমাবেশ

ইরান
মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাবেশের একাংশ  © পার্স টুডে

গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে ব্যবহৃত মার্কিন দূতাবাস দখলের ৪৪তম বার্ষিকীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৮০০ শহরে ব্যাপক মিছিল ও সমাবেশ হয়েছে। দিনটি ইরানে গুপ্তচরের আখড়া দখলের বাষির্কী হিসেবেও পরিচিত।    

এ উপলক্ষে রাজধানী তেহরানে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় স্থানীয় সময় সকাল ৯টায়। প্রায় একই সময়ে ইরানের ৮০০টি শহরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতি বছর এই দিনে তেহরানে ইরানি নাগরিকরা সাবেক মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস কামনা করে স্লোগান দেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র।

আরও পড়ুন:- আমেরিকা বার্তা দিচ্ছে আমরা যুদ্ধ চাই না, বাস্তবে ইসরাইলের পক্ষে যুদ্ধ করছে: ইরান

ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে আমেরিকা যেসব অপরাধ ও নৃশংসতা চালিয়েছে তা তুলে ধরার জন্য তেহরানের বিভিন্ন সড়কে প্রচুর সংখ্যক স্টল এবং প্যাভিলিয়ন স্থাপন করা হয়। 

৪৪ বছর আগে মার্কিন দূতাবাস দখলের ঘটনাকে বিশ্বব্যাপী মার্কিন “বলদর্পিতা-বিরোধী লড়াইয়ের দিবস” হিসেবে নামকরণ করা হয়, যা জাতীয় ছাত্র দিবস হিসেবেও পরিচিত।

প্রতি বছর ফারসি অবন মাসের ১৩ তারিখে ইরানের শিক্ষার্থীরা দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে থাকে।

সূত্র: পার্স টুডে


মন্তব্য