গাজায় পরমাণু বোমা ফেলা হবে, বলার পর ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ PM

হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলতে পারে ইসরায়েল—এমন মন্তব্যই করেছেন ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিইয়াহু। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, গাজায় পরমাণু বোমা ফেলা হবে কিনা। উত্তরে তিনি বলেন, ‘সম্ভাবনা রয়েছে’। এ কারণে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই মন্ত্রীকে।
শুধু তাই নয়, হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিইয়াহুর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাস্তবতা ভেবে তিনি এই কথা বলেননি বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এর আগে রেডিও কোল বেরামাকে দেওয়া এক সাক্ষাৎকারে হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিইয়াহুকে জিজ্ঞাসা করা হয়, গাজায় পরমাণু বোমা ফেলা হবে কিনা। তিনি উত্তরে বলেন, ‘এমন হওয়ার সম্ভাবনা রয়েছে’।
টাইমস অব ইসরায়েলের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ইতামার বেন জিভিরের কট্টর ডানপস্থী দলের নেতা এই আমিচাই ইলিইয়াহু। তবে তিনি ইসরায়েলের মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিভাগের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। আর সেই মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিভাগই যুদ্ধের সব সিদ্ধান্ত নেয়।
রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় মানবিক সহায়তা দেওয়ারও বিরোধিতা করেন ইলিইয়াহু। তিনি বলেন, ‘নাৎসিদের হাতে আমরা মানবিক সহায়তা তুলে দিতে পারিনা। সেখানকার মানুষদের সবাইকে নিয়ে কোনো দ্বীপ বা মরুভূমিতে রেখে আসা উচিত।’
মন্ত্রীর এসব মন্তব্যের কঠোর সমালোচনা করেন বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক্সে নেতানিয়াহু বলেন, ‘তিনি বাস্তবতা না ভেবেই যা–তা বলে দিলেন। ইসরায়েল ও আইডিএফ আন্তর্জাতিক আইন মেনেই এই যুদ্ধে লড়ে যাবে। বিজয়ের আগ পর্যন্ত এভাবে যুদ্ধ করে যাব।’