অবরুদ্ধ গাজায় বিমান থেকে চিকিৎসা সামগ্রি ফেললো জর্ডান

গাজা
ইসরায়েলি হামলায় ধ্বংস প্রায় পুরো গাজা  © সিএনএন

জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ জানিয়েছেন, তার দেশের বিমান বাহিনী গাজার একটি হাসপাতালের আঙিনায় আকাশ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে।

গাজায় জর্ডান পরিচালিত হাসপাতালের আঙিনায় বিমান থেকে ওই চিকিৎসা সামগ্রী ফেলা হয়। খবর আরব নিউজের।

সামাজিকক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাদশাহ আব্দুল্লাহ বলেছেন, গাজায় যারা আহত তাদের কাছে জরুরি চিকিৎসা উপকরণ পৌঁছে দেওয়া তার সামরিক বাহিনীর দায়িত্ব।

এছাড়াও জর্ডানের বাদশাহ বলেছেন, তার দেশ সবসময় ফিলিস্তিনের প্রতি জোরালোভাবেই সমর্থন জানিয়ে যাবে। যদিও আকাশ থেকে চিকিৎসা সামগ্রী ফেলার ব্যাপারে এখনো ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন:- ফের শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৫১

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর ওইদিনই যুদ্ধ ঘোষণা করে গাজায় অমানবিক বর্বর হামলা শুরু করে ইসরায়েল। এরপর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধ ঘোষণা করে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয় দখলদার দেশটি। ফলে গাজার ২২ লাখ বাসিন্দা চিকিৎসা, খাদ্য, পানি, বিদ্যুৎ সংকটে দিনাতিপাত করছে। এরপর কিছু জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর জন্য মিশরের রাফাহ ক্রসিং খোলার অনুমতি দেয় ইসরায়েল। তবে ২২ লাখ বাসিন্দাদের তুলনায় যে পরিমাণ ত্রাণ প্রয়োজন, এবং যে পরিমাণ ত্রাণ যেতে দিচ্ছে দখলদার বাহিনী, তা সাগরের নুড়ি ফেলার মতো।

এদিকে ইসরায়েলি হামলায় প্রায় পুরো গাজা ধ্বংস হয়ে গেছে। তাদের হামলা থেকে কোন স্থানই নিরাপদ নেই। স্কুল, মসজিদ, বেসামরিক ঘর-বাড়ি, হাসপাতাল এমনকি শরণার্থী শিবির ও অ্যাম্বুলেন্সকে টার্গেট করেও হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৭৭৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৪ হাজার জন শিশু। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৩৪ হাজার মানুষ।

এছাড়া ফিলিস্তিনি নিয়ন্ত্রিত পশ্চিম তীরেও হামলা চালিয়েছে দেশটি। সেখানেও মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ