ফিলিস্তিনি ইস্যুতে বিরোধীদের তোপের মুখে অস্ট্রেলিয়ান সরকার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ০৫:০৯ PM

অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা সোমবার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সরকারের প্যালেস্টাইনের নীতির সমালোচনা করে সরকারকে "নিঃস্ব" এবং "হৃদয়হীন" বলে অভিহিত করেছেন।
গ্রিনস সিনেটর মেহরীন ফারুকী পার্লামেন্টে বলেন, "ফিলিস্তিনের ক্ষেত্রে জোটটি নৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এবং লেবাররা নিজেকে নির্মম, নিষ্ঠুর কাপুরুষ হিসেবে দেখিয়েছে।"
“আপনি ইসরায়েল দ্বারা হাজার হাজার ফিলিস্তিনিদের গণহত্যা দেখছেন এবং আপনি ইসরায়েলের নিন্দা করছেন না। আপনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে অস্বীকার করেন।” এসময় ফারুকীকে সংসদে তার বক্তৃতায় ‘ফ্রি, ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন:- যুধ্ববিধ্বস্ত গাজার ছবি সরবারাহেও বাধা স্যাটেলাইট প্রতিষ্ঠানগুলোর
সংসদ সদস্যরা বলেন, গ্রিনস পার্টি বসে থাকবে না এবং "কিছু না করার জন্য আপনাকে পিঠে চাপড়াতে হবে।" ফারুকী বলেন, আজ আমরা সংসদে জনগণের প্রতিবাদ নিয়ে এসেছি।”
সোমবার ওয়াকআউটের নেতৃত্ব দেন গ্রিনস পার্টির উপনেতা মেহরীন ফারুকী। সংসদ থেকে মেহরিন ফারুকি বেরিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে গ্রিনস পার্টির আরও ১০ সদস্যও বেরিয়ে যান।
গত ২৭ অক্টোবর গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জর্ডান প্রস্তাব পেশ করলে তা ১২০ দেশের ভোট পেয়ে পাস হয়। তবে এই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল অস্ট্রেলিয়াসহ ৪৫টি দেশ।
আরও পড়ুন:- অবরুদ্ধ গাজায় বিমান থেকে চিকিৎসা সামগ্রি ফেললো জর্ডান
সংসদ থেকে বেরিয়ে সামাজিক মাধ্যম এক্সে আরেকটি পোস্ট শেয়ার করেন মেহরিন ফারুকি। সেখানে তিনি বলেছেন, লাখ লাখ অস্ট্রেলীয় নাগরিকের মতো আমরা গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানিতে স্তম্ভিত, আতঙ্কিত ও ক্ষুব্ধ।
ফারুকীর দলীয় সহকর্মী ও সিনেটর জ্যানেট রাইস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, “ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতি লেবার পার্টির প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে অপর্যাপ্ত। আজ, আমি সহ গ্রিনস সিনেট দল, সংসদে প্রশ্নোত্তর পর্বে লেবার পার্টি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে ব্যর্থ হওয়ায় সংসদ ছেড়ে চলে এসেছি।"
“জাতিসংঘ... সতর্ক করেছে ফিলিস্তিনি জনগণ গণহত্যার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই বিপর্যয়টি আমাদের চোখের সামনে ঘটছে, এবং শ্রম সরকার কাজ করতে অস্বীকার করছে,” যোগ করেছেন তিনি।
আরও পড়ুন:- ফিলিস্তিনে দুই বিমানে ২৮ টন মানবিক সহায়তা পাঠালো রাশিয়া
প্রসঙ্গত, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৭৭০, স্বাস্থ্য মন্ত্রণালয় অবরুদ্ধ ছিটমহলে রবিবার ঘোষণা করেছে। নিহতদের মধ্যে ৪,৮০০ শিশু এবং ২,৫৫০ জন নারী রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় তাদের বিমান ও স্থল হামলা প্রসারিত করেছে। বিপুল সংখ্যক হতাহত এবং মানুষের ব্যাপক বাস্তুচ্যুতি ছাড়াও, ইসরায়েলি অবরোধের কারণে গাজার ২.৩ মিলিয়ন বাসিন্দাদের জন্য মৌলিক সরবরাহ একেবারেই কমে গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি