গাজা শিশুদের জন্য মৃত্যুপুরী, ৩১ দিনে ৪ হাজার ৮০০ শিশু নিহত!

গাজা
ইসরায়েলি হামলায় আহত এক শিশুকে চিকিৎসা দিচ্ছে ডাক্তার  © সংগৃৃহীত

গাজায় চলমান ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েছে সেখানকার শিশুরা। মাত্র ৩১ দিনের সংঘাতে ৪ হাজার ৮০০ শিশু নিহত হয়েছে বলে তুরস্কের আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েলের নির্বিচার বোমাহামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ৯২২ ছাড়িয়েছে। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এছাড়া গাজায় গতকাল রাতেই ইসরায়েলি হামলায় ২০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আল-আকসা হাসপাতালের কর্মকর্তারা জানান, রবিবার বিকেলে গাজার কেন্দ্রে অবস্থিত বুরেজি শরণার্থীশিবিরের এক স্কুলের কাছে একাধিক বাড়িতে ইসরায়েল বিমানহামলা চালালে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন:- ফিলিস্তিনি ইস্যুতে বিরোধীদের তোপের মুখে অস্ট্রেলিয়ান সরকার

এই শিবিরে প্রায় ৪৬ হাজার মানুষ বাস করেন। বৃহস্পতিবারেও এখানে হামলা চালায় ইসরায়েল। ২৪ ঘণ্টার মধ্যে মোট তিনটি শরণার্থীশিবিরে হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় গাজার আল-মাঘাজি ও জাবালিয়া শরণার্থীশিবিরে ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

আল-মাঘাজি শিবিরের বাসিন্দা আরাফাত আবু মুশাইয়া আল-জাজিরাকে জানান, ইসরায়েলের বিমানহামলায় বেশ কয়েকটি বহুতলবিশিষ্ট দালান মাটির সঙ্গে মিশে গেছে। এই দালানগুলোতে গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন।

রবিবার ভোরে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আরাফাত বলেন, 'এটা (ইসরায়েলের হামলা) গণহত্যার শামিল'।

'এখানে যারা ছিলেন, তারা সবাই শান্তিকামী। আমি সবার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। পারলে প্রমাণ করুন, এখানকার বাসিন্দাদের মধ্যে কোনো (হামাসের) যোদ্ধা আছেন', যোগ করেন আরাফাত।

আরও পড়ুন:- যুধ্ববিধ্বস্ত গাজার ছবি সরবারাহেও বাধা স্যাটেলাইট প্রতিষ্ঠানগুলোর

ইসরায়েলের বাহিনী উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরে দক্ষিণে আসার নির্দেশ দিলে অসংখ্য মানুষ আল-মাঘাজি শিবিরে এসে উপস্থিত হয়। একটি আবাসিক এলাকায় এই শিবির নির্মাণ করা হয়, যেটাকে আনুষ্ঠানিকভাবে উত্তর থেকে আগতদের জন্য আশ্রয়স্থল হিসেবে ঘোষণা দেওয়া হয়। তা সত্ত্বেও, এই শিবির হামলামুক্ত থাকেনি।

সাঈদ আল-নেজমা (৫৩) জানান, বিস্ফোরণের সময় তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন।

'সারা রাত আমরা ভাঙা পাথরের নিচ থেকে মৃতদের টেনে বের করি। আমরা শিশু ও বড়দের মরদেহ খুঁজে পাই, যাদের শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ ও মাংস খুলে আলাদা হয়ে গেছে', যোগ করেন তিনি।

রোববার আবারও ইসরায়েলি বিমান থেকে লিফলেট ফেলে উত্তর গাজার বাসিন্দাদের চার ঘণ্টার মধ্যে দক্ষিণে চলে যাওয়ার আদেশ দেওয়া হয়। এরপর উপত্যকার মূল উত্তর-দক্ষিণ মহাসড়কে পায়ে হেঁটে অসংখ্য মানুষকে দক্ষিণের দিকে যেতে দেখা যায়। হাতে করে যতটুকু সহায়-সম্বল নিতে পেরেছেন, তাই নিয়ে তারা অজানার পথে পাড়ি দেন। কারো কারো সঙ্গে গাধায় টানা ছোট কার্ট দেখা যায়।

আরও পড়ুন:- হামাসের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালো ইসরায়েল

এক ব্যক্তি আল-জাজিরার সাংবাদিককে জানান, তিনি আত্মসমর্পণের ভঙ্গিতে দুই হাত উপরে তুলে প্রায় ৫০০ মিটার রাস্তা হেঁটেছেন, কারণ সড়কের পাশে ইসরায়েলি সেনারা বসে ছিলেন।

অপর এক ব্যক্তি জানান, চলার পথে সড়কে বিধ্বস্ত গাড়িতে অসংখ্য মরদেহ দেখেন তিনি।

এক নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি বলেন, 'শিশুরা প্রথমবারের মতো ট্যাংক দেখেছে। হে বিশ্ব! আমাদের ওপর দয়া কর।'

আল জাজিরার হামি মাহমুদ খান ইউনিস এলাকা থেকে জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধারণা করা যাচ্ছে, ইসরায়েলি বাহিনী গাজার শরণার্থী শিবিরগুলোর ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে।

তিনি বলেন, 'গাজার কেন্দ্রে ও দক্ষিণে শরণার্থী শিবিরে বারবার বিমানহামলা চালাচ্ছে ইসরায়েল। যার ফলে, দক্ষিণে যেয়ে নিরাপদ আশ্রয় পাওয়া যাবে, ইসরায়েল এমন প্রতিশ্রুতি দিলেও মানুষ তাতে আস্থা পাচ্ছে না।'

জাতিসংঘ জানিয়েছে, গাজার ২৩ লাখের মধ্যে ১৫ লাখ এখন বাস্তুচ্যুত।


মন্তব্য


সর্বশেষ সংবাদ