পার্লামেন্ট এলাকায় ইসরায়েল সমর্থিত পশ্চিম পণ্য প্রত্যাহার করল তুরস্ক

তুরস্ক
তুরস্কের পার্লামেন্ট এলাকায় ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ  © সংগৃৃহীত

ইসরায়েলকে সমর্থন করায় পশ্চিমা ব্র্যান্ড প্রত্যাহার করেছে তুরস্ক। দেশটির পার্লামেন্ট এলাকা থেকে ইসরায়েলের সমর্থন দেওয়ায় কোকাকোলা ও নেসলের পণ্য প্রত্যাহার করা হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্ট এলাকার ক্যাফেটরিয়া, রেস্টুরেন্ট ও চায়ের দোকানে ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিবৃতিতে কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি।

এক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোকাকোলা বেভারেজ ও নেসলের ইনস্ট্যান্ট কফিকে প্রত্যাহার করেছে পার্লামেন্ট। জনগণের দাবির মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তুরস্কের জনগণ ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে তার শক্ত অবস্থানের কথা ঘোষণা করে আসছেন। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সরব থাকেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা ও তার দেশের জনগণ।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছিলেন, ইসরাইলি নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব তুরস্কের। আমরা তা করছি এবং দৃশ্যমানের চেয়ে আরও বেশি কিছু করা অব্যাহত রাখব। গাজার ভাই ও বোনদের কখনও একা ফেলে দেবে না তুরস্ক।

এছাড়া গাজায় ইসরায়েলি হামলা বন্ধে পুরো তুরস্কজুড়ে বিক্ষোভ দেখা দেয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার দাবিও তোলেন।


মন্তব্য