ইসরায়েলে যুদ্ধসামগ্রী বহনকারী জাহাজে পণ্য ওঠানামায় বার্সেলোনা বন্দরের খালসিদের অস্বীকৃতি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৩:৫৪ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ০৪:৩১ PM

ইসরায়েলের জন্য যুদ্ধসামগ্রী বহনকারী জাহাজের পণ্য ওঠানামা করতে অস্বীকৃতি জানিয়েছেন বার্সেলোনা বন্দরের খালাসিরা। গতকাল সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তাঁরা গাজায় ইসরায়েলের সহিংসতার নিন্দা ও যুদ্ধবিরতির দাবির প্রতি সংহতি জানিয়ে বন্দরে ইসরায়েলমুখী পণ্য লোড-আনলোড করবেন না বলে জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বন্দরের কর্মীরা বিবৃতিতে বলেছেন, বৈশ্বিক মানবাধিকা মেনে চলা এবং এর সুরক্ষা নিশ্চিত করা তাঁদের দায়িত্ব, যেখানে প্রভাবশালী দেশগুলো এটি ভুলে বসে আছে।
আরও পড়ুন:- ‘গাজায় প্রতিদিন ১৬০ শিশু নিহত হচ্ছে’: ডব্লিউএইচও
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যে আমাদের বন্দর থেকে কোনো যুদ্ধাস্ত্রবাহী জাহাজ থেকে পণ্য লোড-আনলোড করতে দেওয়া হবে না। সেই সব জাহাজ যে দেশেরই হোক না কেন। বেসামরিক নাগরিকদের জীবন নেওয়ার পক্ষে কোনো যুক্তি খাটে না।’
বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। এ ছাড়া সংঘর্ষের কোনো শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার নীতি মেনে চলা ও আন্তর্জাতিক আইন রক্ষায় জাতিসংঘকে ‘অসহযোগী ও অবহেলাপূর্ণ’ আচরণ না করার আহ্বান জানানো হয়।
এর আগে গত সপ্তাহে বেলজিয়ামে পরিবহন সমিতির সদস্যরা ইসরায়েলের উদ্দেশে ছেড়ে যাওয়া অস্ত্রবাহী জাহাজ থেকে পণ্য লোড-আনলোড করতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন:- পার্লামেন্ট এলাকায় ইসরায়েল সমর্থিত পশ্চিম পণ্য প্রত্যাহার করল তুরস্ক
এক যৌথ বিবৃতিতে বাণিজ্য সমিতি বলে, ‘বেলজিয়ামের বিভিন্ন বিমানবন্দরে কর্মীরা লক্ষ করছেন, ফিলিস্তিনে গণহত্যা চলার সময় যুদ্ধক্ষেত্রের দিকে যুদ্ধাস্ত্র সরবরাহ করা হচ্ছে।’
বেলজিয়াম হয়ে ইসরায়েলে কোনো অস্ত্র সরবরাহ করা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে চাননি বেলজিয়াম সরকারের একজন মুখপাত্র।
সমিতি থেকে আরও বলা হয়, এই অস্ত্রগুলো লোড-আনলোড করা মানে হলো নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য অস্ত্র সরবরাহে সহায়তা করা।
আরও পড়ুন:- ২০০ ভারতীয় বেনেই ইহুদি ইসরায়েলি সৈন্যদলে যোগ দিয়েছে
এদিকে, গত শুক্রবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের টাকোমা বন্দরে একটি মার্কিন সামরিক জাহাজ ভিড়লে খবর ছড়িয়ে পড়ে, ওই জাহাজে করে ইসরায়েলে অস্ত্রসহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। এর পরই দুই শতাধিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ওকল্যান্ড বন্দরে ঢুকে বিক্ষোভ করেন। এমনকি ইসরায়েলকে দেওয়া অস্ত্রসহায়তা আটকে দিতে বিক্ষোভকারীদের কয়েকজন জাহাজের ওপরে উঠে পড়েন। তাঁদের বাধার মুখে সামরিক রণতরিটি নির্ধারিত সময়ে বন্দর ছাড়তে পারেনি।
তবে ওই সামরিক জাহাজ অস্ত্র পরিবহন করছিল কি না বা সেটি আদৌ ইসরায়েলে যাচ্ছিল কি না, তা জানাতে পারেনি নিউইয়র্ক পোস্ট ও আল জাজিরা।