গাজায় সহিংসতার: ইসরায়েল ও মার্কিন ব্র্যান্ডের পণ্য বর্জন করছে পাকিস্তান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৮:১৬ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ০৮:১৬ PM

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের জনগণ ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন ব্রান্ডের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের মাসব্যাপী নিকৃষ্টতম বর্বরতা ও ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এই ঘোষণা দিয়েছে দেশটির জনগণ।
গাজায় ইসরাইলের এই যুদ্ধপরাধের কারণে পাকিস্তানি জনগণের অনুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে এবং তারা মার্কিন ও ইসরাইলি পণ্য ব্যবহারের বিষয়ে বিরূপ মনোভাব পোষণ করছে।
ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিজা হাট, কোক, পেপসি এবং আরো কিছু জনপ্রিয় আন্তর্জাতিক ব্র্যান্ড বয়কটের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছেন পাকিস্তানের প্রভাবশালী এবং জনপ্রিয় ব্যক্তিত্বরা। তারা নিজেদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মানুষকে ইসরাইলি ও মার্কিনি ব্রান্ডের পণ্য কেনা থেকে বিরত থাকতে অনুরোধ করছেন।
আরও পড়ুন:- পার্লামেন্ট এলাকায় ইসরায়েল সমর্থিত পশ্চিম পণ্য প্রত্যাহার করল তুরস্ক
এছাড়া, যেসব সংস্থাকে ইসরাইল এবং আমেরিকার সমর্থক হিসাবে দেখা হয় তাদের থেকেও পণ্য না কেনার আহ্বান জানাচ্ছেন জনপ্রিয় ব্যক্তিত্বরা।
গাজা যুদ্ধ পাকিস্তানিদেরকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করে তুলেছে। তারা এই কোম্পানিগুলোকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতা ও দুর্ভোগের সাথে জড়িত বলে মনে করছেন।
তারা বলছেন, ইসরাইলের এই বর্বরতা ও নির্মম গণহত্যার বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এরইমধ্যে পাকিস্তানে ইসরাইলি কোম্পানিগুলোর পণ্য বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
প্রসঙ্গত, দীর্ঘদিনের অত্যাচার, গুম-হত্যার প্রতিবাদে গত ৭ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলায় প্রায় ১৪০০ জন নিহত হয়। এদিনই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজার বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা শুরু করেছে ইসরায়েলে। এছাড়া বেসামরিক অবকাঠামোয় হামলা করে গাজা ধ্বংসস্তুপে পরিণত করেছে। দখলদার ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৫৬৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে শুধু শিশু রয়েছে ৪ হাজার ৩০০ জনের উপরে। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও প্রায় ৩৫ হাজার মানুষ।
সূত্র: পার্স টুডে, আল জাজিরা