গাজায় ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্য নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১০:০৩ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১০:০৩ PM

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের স্পেশাল ফোর্সের এক সেনা নিহত হয়েছে। আজ বুধবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এছাড়া ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনেও একই তথ্য জানা যায়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় যুদ্ধে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েল গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করেছে। এরপর এখন পর্যন্ত তাদের ৩২ সেনা নিহত হয়েছে। এদের মধ্যে একজন স্পেশাল ফোর্সের সদস্য।
আরও পড়ুন:- গাজায় সহিংসতার: ইসরায়েল ও মার্কিন ব্র্যান্ডের পণ্য বর্জন করছে পাকিস্তান
নিহত ওই সেনার নাম জনাথন চাজর। তিনি ইসরায়েলের বিমান বাহিনীর শালদাগ ইউনিটের সদস্য। গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন।
আইডিএফ এখন পর্যন্দ ৩৫০ সেনার নাম প্রকাশ করেছে। এসব সেনাদের বেশিরভাগ হামাসের হামলার নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিন জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর ও সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা শুরু করেছে।
ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সামরিক শাখা।
হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালের প্রথম দিন থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের বেসামরিক নাগরিকের ওপর হমলা চালাতে শুরু করে। এরই প্রতিক্রিয়ায় এবং দীর্ঘ অবরোধের মুখে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলায় প্রায় ১৪০০ জন নিহত হয়। এদিনই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজার বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা শুরু করেছে ইসরায়েলে। এছাড়া বেসামরিক অবকাঠামোয় হামলা করে গাজা ধ্বংসস্তুপে পরিণত করেছে। দখলদার ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৫৬৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে শুধু শিশু রয়েছে ৪ হাজার ৩০০ জনের উপরে। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও প্রায় ৩৫ হাজার মানুষ।