গাজায় ৫ ইসরায়েলি সেনা নিহত, ২ ট্যাংক ধ্বংস

ফিলিস্তিনি
  © সংগৃহীত

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের হামলায় আরও পাঁচ ইসরায়েলি সেনা নিহত ও দুইটি ট্যাংক ধ্বংস হয়েছে। রোববার পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

তবে ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গাজায় একটি টানেলে বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত ও চারজন আহত হয়েছে। এছাড়া গাজার অন্য একটি স্থানে হামাসের হামলায় আরেক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। 

এর আগে গতকাল শনিবারও ইসরায়েলি বাহিনী দুই সেনা নিহত হওয়ার কথা স্কীকার করেছিল। প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ-পশ্চিম অংশে 'ইয়াসিন-১০৫' রকেটের সাহায্যে আল-কাস্সাম দুইটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করে। 

এদিকে কয়েক দিন আগে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, তাদের মুক্তি সংগ্রামীরা ১৬০টির বেশি ইসরায়েলি যুদ্ধযান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মধ্যে বহু ট্যাংক রয়েছে। 


মন্তব্য