গাজায় আবারও বিমান থেকে চিকিৎসা সামগ্রী পাঠালো জর্ডান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৭:১৫ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০৭:১৫ PM

গাজায় দ্বিতীয়বারের মতো বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। দেশটির এ পদক্ষেপে সংযুক্ত আরব-আমিরাত ও কাতার সহায়তা করেছে বলেও জানানো হয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাালের।
শনিবার ছোট একটি বিমান থেকে প্যারাসুটের সাহায্যে গাজায় চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়া হয়। উপত্যকার জর্ডান হাসপাতালের মাঠে জরুরি এসব পণ্য নামে।
এর আগের বার জর্ডান থেকে আসা ত্রাণ সামগ্রী তল্লাশি করলেও এবার তা করেনি ইসরায়েলি বাহিনী। গাজায় প্রবেশ করা সব ত্রাণ সহায়তা ইসরায়েলের নজরদারির মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছিল তেলআবিব। উপত্যকায় যাতে কোনো অস্ত্র না ঢুকতে পারে তা নিশ্চিতে এমন তৎপরতা।
আরও পড়ুন:- বিশ্ব চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না: ইউনিসেফ
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ওইদিনই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর গাজায় নৃশংসভাবে বোমা হামলা শুরু করে দখলদার দেশটি।
গত ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধ ডাকে ইসরায়েল। এর ফলে সেখানে পানি, খাবার, বিদ্যুৎ, চিকিৎসা সবকিছু বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় বিমান থেকে চিকিৎসা সামগ্রী পাঠিয়ে অবরুদ্ধ গাজাবাসীদের সাহায্য করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান
সূত্র: জর্ডান টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অব ইসরায়েল, পার্স টুডে