বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

গাজা
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো  © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে গেছেন বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সেখানে তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে জেকো উইদোদো গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

উইদোদো বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। আমাদেরকে অবশ্যই মানবিক সহায়তা বৃদ্ধি এবং ত্বরাণ্বিত করতে হবে। তিনি সমঝোতামূলক শান্তি আলোচনা শুরু করারও আহ্বান জানান। 

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটির প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের সীমাহীন ভোগান্তির মুখে মনে হচ্ছে বিশ্ব সম্প্রদায় ‘অসহায়’। যৌথ ইসলামিক আরব সম্মেলন থেকে ইসরায়েল গাজায় যে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তার তদন্তের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এছাড়া ইসরাইলের এ বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই প্রায় ১৩ হাজারের মতো মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৫ হাজার জন শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

ইসরায়েলি হামলায় আহত হয়েছে প্রায় ২৮ হাজারের মতো মানুষ। তবে আহতদের চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সুবিধাও রাখেনি দখলদার বাহিনী।


মন্তব্য


সর্বশেষ সংবাদ