ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করলেন এরদোগান

ইসরায়েল
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগা  © ফাইল ছবি

ইসরায়েলকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

পার্লামেন্টে আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, হামাস কোনো ‘সন্ত্রাসী সংগঠন’ নয়। এটি ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা।

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কি না তা ঘোষণা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তুর্কি নেতা।

তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাজ করবে।

আরও পড়ুন:- আল-শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইসরাইলি বাহিনী, চলছে অভিযান

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার নিন্দা জানিয়ে সোচ্চার ছিলেন এরদোয়ান। এখনও গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে তৎপর তুরস্কের অন্যতম এই নেতা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা শুরু করেছে ইসরায়েল। গাজাকে প্রায় ধ্বংসস্তুপে পরিণত করেছে দখলদার দেশটি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মতে, গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

শুধু তাই নয়, গাজায় বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ গাজার আল শিফা হাসপাতালে অভিযান চালিয়েছে পশ্চিমা সমর্থিত মধ্যপ্রাচ্যের ভাইরাস নামে পরিচিত দেশ ইসরায়েল। হাসপাতলটির অবস্থা এখন ভয়াবহ।

ইসরায়েলি বাহিনী হাসপাতালটি অবরুদ্ধ করে রাখলে সেখানকার শিশুসহ ১৭৯ জনকে গণকবর দেওয়া হয়েছে হাসপাতালের কম্পাউন্ডেই। এমন অমানবিক চিত্র দেখার পরেও পশ্চিমা বিশ্ব নেতারা চুপ।


মন্তব্য