আন্তর্জাতিক বাধ্যবাধকতা আমলে নিচ্ছে না ইসরায়েল

ইসরায়েল
  © সিএনএন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত মানবিক অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব পালনে আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকলেও, তা আমলে নিচ্ছে না ইসরায়েল। আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি গিলাদ এরদান বলেন, মাল্টার উত্থাপিত প্রস্তাবটি অর্থহীন। কারন- উত্থাপিত প্রস্তাবটিতে প্রকৃত বাস্তবতা তুলে ধরা হয়নি। এসময়, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার নিন্দা না জানানোয় নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন:- গাজার পার্লামেন্ট ভবন গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়ল

গিলাদ অভিযোগ করে বলেন, গাজায় ইচ্ছাকৃত মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে হামাস। তাতে ইসরায়েলের ওপর বাড়বে আন্তর্জাতিক মহলের চাপ।

এর আগে মানবিক দিক বিবেচনায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়। প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য ভোট দেয়। পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউই ভেটো শক্তি প্রয়োগ করেনি। সেই সঙ্গে কোনো সদস্য দেশ বিপক্ষে ভোট না দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া ভোটদানে বিরত ছিল।

স্থানীয় সময় বুধবার (১৫ নভেম্বর) গাজায় মানবিক দিক বিবেচনায় সাময়িক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে মাল্টা।  

ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র হামাসের যুদ্ধের প্রায় দেড় মাসের মাথায় এই প্রস্তাব পাস হয়। এর পরই এই প্রস্তাবের বিরোধিতা করে ইসরায়েল।


মন্তব্য


সর্বশেষ সংবাদ