ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলি পার্লামেন্টে আইন প্রস্তাব
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৪:১৯ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০৪:১৯ PM

ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে নতুন খসড়া আইন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির। খসড়াটি সোমবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে প্রথমবারের মতো পাঠ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৮ নভেম্বর) তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইতামার বিন গভির বলেন, ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে নতুন খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। সোমবার খসড়া আইনটি পার্লামেন্টে প্রথমবারের মতো পাঠ হবে। সেখানে আইনটির বৈধতা নিয়ে আলোচনা হবে। আশা করা যাচ্ছে, এ বিষয়ে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পাওয়া যাবে।
আরও পড়ুন:- এবার ইসরায়েলকে যে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট
ইসরাইল সর্বপ্রথম ১৯৫৪ সালে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইন বাতিল করে। তখন তারা এর পরিবর্তে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আইন প্রণয়ণ করে, যা শত শত বছর পর্যন্ত প্রলম্বিত হওয়ার সুযোগ ছিল।
তবে গত মার্চে নেসেটে একটি প্রাথমিক পাঠে একটি খসড়া আইন অনুমোদন করা হয়। সেখানে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের অনুমতি দেয়া হয়। সেটি নিরাপত্তা মন্ত্রী বিন গভিরই দিয়ে ছিলেন। তখন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ওই আইনের সমর্থন করেছিলেন।
আরও পড়ুন:- 'যারা আমাদের এমন ভোগান্তিতেও চুপ করে আছে তাদের ক্ষমা করবে না'
সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলে একাধিকবার মৃত্যুদণ্ডের আইন প্রস্তাব করা হয়েছে। কিন্তু নেসেট ওই আইনের অনুমোদন করতে অস্বীকার করে।
উল্লেখ্য, খসড়া আইন কার্যকর হওয়ার জন্য নেসেটে তিনবার রিডিং পাস করতে হয়।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে সেখান থেকে প্রায় দুই শতাধিক ফিলিস্তিনিকে বন্দী করেছে ইহুদিবাদী ইসরায়েল।