গাজার পর পশ্চিম তীরেও তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ PM

গাজার পর অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন শুরু করেছে দখলদার ইসরায়েল। পশ্চিম তীরে থামছেই না ইসরাইলি আগ্রাসন। রবিবার (১৯ নভেম্বর) শরণার্থী শিবিরগুলোয় ব্যপক অভিযান চালায় আইডিএফ। এ হামলায় মৃত্যু হয় ২ ফিলিস্তিনির।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ছিলেন শারীরিক প্রতিবন্ধি। জেনিন ক্যাম্পে ব্যাপক ধরপাকড় চালায় ইহুদি সেনারা। হেবরন ও নাবলুসেও বাড়ি বাড়িতে চলে তল্লাশি অভিযান। এখন পর্যন্ত ২০০ জনের উপরে ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা।
এছাড়া পশ্চিম তীরে কৃষকদেরকে তাদের ক্ষেত থেকে ফসল সংগ্রহ করতে বাধা দিয়েছে আইডিএফ। এমনকি তাদেরকে তাদের জায়গা থেকে চলে যেতে বাধ্য করেছে দখলদার বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন:- ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলি পার্লামেন্টে আইন প্রস্তাব
গত ৭ অক্টোবরে তেল আবিবে হামাসের নজিরবিহীন অভিযানের পর গাজায় তাণ্ডবের পাশাপাশি পশ্চিম তীরেও বেড়ে চলেছে নৃশংসতা। টার্গেট করা হচ্ছে একের পর এক শরণার্থী শিবির।
বাড়ি থেকে উৎখাত করা হচ্ছে স্থানীয়দের। সাড়াশি অভিযানের নামে চলছে ব্যাপক ধরপাকড়। লড়াই শুরুর পর থেকে এপর্যন্ত পশ্চিম তীরে প্রাণ গেছে দুই শতাধিক ফিলিস্তিনির।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১২ হাজার ৩শ’। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ২ হাজারের বেশি।