ইসরায়েলি জাহাজ জব্দ করেছে ইয়েমেনর হুথি বিদ্রোহীরা

হুথি
জব্দ করা ইসরায়েল কোম্পনির সঙ্গে লিংক পাওয়া জাহাজ  © রয়টার্স

এর আগে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে বলে জানিয়েছিল ইয়েমেনর হুথি বিদ্রোহীরা। তবে এবার লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ জব্দ করার দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেছেন। 

রবিবার (১৯ নভেম্বর) আলজাজিরা ও টাইমস অব ইসরায়ের পৃথক প্রতিবদন থেকে এ তথ্য জানা যায়। এছাড়া আজ সোমবার রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিজনেস রেকর্ডার ও চায়না ডেইলি একই প্রতিবেদন প্রকাশ করেছে।

হুতির মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ইসরায়েলি জাহাজটিকে লোহিত সাগর থেকে জব্দ করা হয়েছে। এরপর ক্রুদেরসহ জাহাজটিকে উপকূলে সরিয়ে আনা হয়েছে। আমরা ক্রুদের সঙ্গে ইসলামী নিয়ম-নীতি মেনে আচরণ করছি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুতিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এটিকে তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলেও আখ্যা দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জব্দ করা জাহাজটির একটি ব্রিটিশ কোম্পানির। এটি একটি জাপানি কোম্পানির অধীনে পরিচালিত হয়ে আসছে। জাহাজটির মালিকানা ইসরায়েলের নয়।

আরও পড়ুন:- জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির কোন আলোচনাই হয়নি: নেতানিয়াহু

আইডিএফ জানিয়েছে, জব্দ করা জাহাজটির নাম গ্যালাক্সি লিডার। এটি আন্তর্জাতিক বেসামরিক ক্রুদের নিয়ে তুরস্ক থেকে ভারত যাচ্ছিল। জাহাজটিতে কোনো ইসরায়েলি নেই।

হুতির মুখপাত্র জানান, গাজা এবং পশ্চিম তীরে আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে আগ্রাসন এবং নৃশংস অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা সামরিক অভিযান অব্যাহত রাখব।

এর আগে ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুমকি দিয়েছিল ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী। তারা জানিয়েছিল, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে।

হুথিদের নেতা আবদুল মালেক আল হুতি বলেন, তারা লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি করছে। ইসরায়েলের পতাকা বহন করে না এমন জাহাজের ওপর নজর রয়েছে বলে জানিয়েছে দলটি।

আল মাশিরাহ টিভিকে তিনি বলেন, আমরা লোহিত সাগরে নজরদারি করছি। এ নৌপথে ইসরায়েলের জাহাজের ওপর আমাদের তীক্ষ্ণ নজর ও অনুসন্ধান চলছে।

তিনি বলেন, শত্রুরা এ অঞ্চলে বিশেষ করে বাব আল মানদেবে ছদ্মবেশে চলাচল করছে। তারা নিজেদের পতাকা উড়িয়ে চলার সাহস করছে না। এমনকি এ অঞ্চলে চিহ্নিতকরণ সরঞ্জাম বন্ধ করে তারা চলাচল করছে।

হুতির এ নেতা বলেন, আমরা খোঁজ করছি এবং তাদের জাহাজের বিষয়টি যাচাই করছি। তাদের জাহাজ পেলে আমরা হামলা চালাতে পিছপা হবো না।


মন্তব্য