মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে কাজ করতে চায় চীন

মধ্যপ্রাচ্য
আরব দেশে সফর করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী  © সংগৃৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা তথা সমগ্র মধ্যপ্রাচ্য শান্তি ফেরাতে কাজ করার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সোমবার (২০ নভেম্বর) চীনে সফররত আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এ আগ্রহের কথা জানান তিনি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে ওয়াং বলেন, আসুন, আমরা গাজার পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করি।

আরও পড়ুন:- ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ

তিনি আরও বলেন, গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয় বিশ্বের সব দেশকে প্রভাবিত করছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, আমরা এখানে এসেছি একটি স্পষ্ট বার্তা দিতে। তা হলো আমাদের অবিলম্বে (গাজায়) যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমাদের অবিলম্বে গাজায় মানবিক ত্রাণসহায়তা সরবরাহ করতে হবে। এ সময় ইসরায়েলকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:- প্রথমবারের মতো গাজায় প্রবেশ করল জর্ডানের ‘ফিল্ড হাসপাতাল’

ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অংশ হিসেবে চীন সফর করছেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মানুষ নিহতের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েলে ও তার পশ্চিমা মিত্ররা। 

মূলত এই যুদ্ধ নিয়ে পশ্চিমাদের এমন অবস্থান পরিবর্তনে এই কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে আরব ও মুসলিম বিশ্বের নেতারা। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসলামি সহযোগিতা সংস্থার প্রধান।


মন্তব্য