পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০০ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০০ AM

মুসলিম বিশ্বের প্রতিবাদের পর জনসন্মুখে কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্কের পার্লামেন্ট। ‘একটি স্বীকৃত ধর্মীয় সম্প্রদায়ের জন্য তাত্পর্যপূর্ণ ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রতি অনুপযুক্ত আচরণ’ শিরোনামে উত্থাপিত বিলটি বৃহস্পতিবার ৯৪-৭৭ ভোটে পাস হয়। এই আইন পাসের ফলে ডেনমার্কে কেউ পবিত্র কোরআন পোড়ালে এখন থেকে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর এই ধরনের অপরাধের জন্য জরিমানার পাশাপাশি সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে।
ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআনে আগুন দিলে মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে দেশটি পবিত্র কোরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।
বিলটি পাসের আগে ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। অপরদিকে বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।
আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেন, এই আইন মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে।
তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেন, এই বিলটি আইনে পরিণত হলেও খুব বেশি কঠোর হবে না। এই আইনে ধর্ম নিয়ে সমালোচনা সম্পূর্ণ অপরাধ বলে গণ্য নাও হতে পারে।