শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা, চিলি ও তাইওয়ান

ভূমিকম্প
  © ফাইল ছবি

তাইওয়ানের পূর্ব উপকূলে রোববার ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপটির আবহাওয়া অফিস জানিয়েছে, গ্রামীণ অঞ্চলটিতে সামান্য কম্পন অনুভূত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬.৫ কিলোমিটার গভীরে সমুদ্রে। রাজধানী তাইপেতে ভূমিকম্প অনুভূতি হয়নি।

একই দিনে লাতিন আমেরিকার দেশ চিলিতে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলেও জানিয়েছে রয়টার্স। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, রোববার চিলির বায়ো-বায়ো অঞ্চনে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ১৯ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

এদিকে, প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাতেও ভূমিকম্প হওয়ার খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুসারে, রোববার টোঙ্গাতে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সিজিটিএন।


মন্তব্য