মোবাইলে অসক্ত হলে আপনার জন্য নরেন্দ্র মোদির কিছু পরামর্শ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ PM

২০২৪ সাল থেকে ক্ষমতায় রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন বক্তব্য দেন তিনি। এসব বক্তব্যে বিভিন্ন পরামর্শ দিতেও দেখা যায়। রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সব ব্যাপারেই তিনি যুক্ত। এর অংশ হিসেবে ‘পারিকশা পে চার্চা (পরীক্ষায় প্রস্তুতি)’ শিরোনামে শিক্ষার্থীদের বিশেষ পরামর্শ দেন তিনি। এ নিয়ে সাতবার এই সেশন করলেন মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লির ভারত মান্দাপামে এই পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় মোদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর মধ্যে রয়েছে মোবাইলের ব্যবহার, অভিভাবক–সন্তান সম্পর্ক ও কোনো বিষয় বেছে নেওয়া। প্রায় ২ কোটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এতে অংশ নেয়।
মোবাইল ব্যবহারের কথা বলতে গিয়ে মোদি বলেন, ‘কোনোকিছুই অতিরিক্ত ভালো না। মোবাইলে সময় ব্যয় কমাতে হবে। আমার যখন প্রয়োজন হয়, তখন আমি মোবাইল ব্যবহার করি। মোবাইলে স্ক্রিন টাইম অ্যালার্ট ব্যবহার করি।’
মোবাইলে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘শুধু মোবাইল ব্যবহার নয়, কোনোকিছুই অত্যধিক ভালো নয়। সবকিছুর একটি মাত্রা থাকা দরকার। আমাদের প্রযুক্তি থেকে দূরে থাকলে চলবে না। তবে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে।’
কীভাবে মোবাইলে সময় কমানো যায়— এ ব্যাপারে পরামর্শ দিতে গিয়ে মোদি বলেন, ‘টাইম–ট্র্যাকিং টুল ও অ্যাপের মাধ্যমে গ্যাজেট ব্যবহার করা উচিত। যে মোবাইল ব্যবহার করছেন, তাতে যেন থাকে আপনি কতক্ষণ ব্যবহার করছেন। তাতে যেন অ্যালার্ট থাকে মোবাইল ব্যবহারের সময় কখনো সময়জ্ঞান হারানো যাবে না। আমাদের মধ্যে সেই প্রজ্ঞা থাকতে হবে।’