কয়েক দশক ইউক্রেন যুদ্ধের ফল ভোগ করতে হবে: জাতিসংঘ

আন্তর্জাতিক
  © সংগৃহীত

তিন বছরে পা রাখতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল। ইউক্রেন যুদ্ধের তিন বছরে পা রাখা ও দুই বছর পূর্তির প্রাক্কালে এ যুদ্ধ সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, ‘এই যুদ্ধের ফল কয়েক দশক ধরে বিশ্বের মানুষকে ভোগ করতে হবে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে ভলকার তুর্ক এসব কথা বলেন। অবিলম্বে এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ভলকার তুর্ক বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে লাখ লাখ মানুষকে ভয়াবহ মানবিক মূল্য চুকাতে হচ্ছে। লাখ লাখ বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়ে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছে।’

ইউক্রেন যুদ্ধে রাশিয়া মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ তোলেন ভলকার তুর্ক। তিনি বলেন, ‘ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত হওয়া উচিত। যারা এই যুদ্ধে ক্ষতির শিকার হয়েছে, তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে তৃতীয় বছরে পা রাখতে যাচ্ছে। কিন্তু এ যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। এ যুদ্ধের কারণে ইতিমধ্যে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে। ঘরবাড়ি হারিয়েছে লাখ লাখ মানুষ। শত শত স্কুল ও হাসপাতাল মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব ধ্বংসলীলার ফল কয়েক দশক ধরে মানুষকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেন ভলকার তুর্ক।

জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশনের হিসাবমতে, ইউক্রেন যুদ্ধে ১০ হাজার ৫৮২ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা তারা যাচাই করে দেখছে। সংস্থাটির ধারণা, মৃতের সংখ্যা আরও বেশি হবে।


মন্তব্য