মক্কার আশেপাশে থাকতে পারবেন না হজযাত্রীরা

আন্তর্জাতিক
  © ফাইল ফটো

সৌদি আরব চলতি বছরের জুনে অনুষ্ঠিতব্য হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে। নতুন নিয়ম অনুযায়ী, হজযাত্রীদের জন্য মক্কার আশেপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না।

দেশটির হজমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, মক্কার আশেপাশে ভবনে এখন থেকে থাকতে পারবেন না বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীরা।

হজযাত্রীদের জন্য আবাসিক ভবনের অনুমোদন দিল সৌদি সরকারহজযাত্রীদের জন্য আবাসিক ভবনের অনুমোদন দিল সৌদি সরকার
এর বদলে হজযাত্রীরা আবাসিক ভবনে থাকতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব সরকার। ইতিমধ্যে মক্কায় হজযাত্রীদের জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেয়া হয়েছে।

সৌদির সরকারী প্যানেলের তথ্য অনুযায়ী, এসব অনুমোদিত ভবনে প্রায় ১২ লাখ হজ যাত্রী থাকতে পারবেন।

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, শাওয়াল মাস পর্যন্ত হজযাত্রীদের জন্য আবাসিক ভবনের লাইসেন্স দেয়া হবে। এতে করে পবিত্র নগরী মক্কায় অনুমোদিত লাইসেন্স প্রদান-কৃত ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এ বছর হজ-যাত্রীদের জন্য গতকাল শুক্রবার (১ মার্চ) থেকে ভিসা প্রদান শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। যা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজ-যাত্রীরা।

তথ্য: গালফ নিউজ


মন্তব্য