ফের যুক্তরাষ্ট্রে সেতুতে জাহাজের আঘাত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৪, ০৮:০৯ PM

গত কয়েকদিন আগে আমেরিকার এক সেতুতে আঘাত হানে জাহাজ। এতে ভেঙে পড়ে সেতুটি। এর রেশ কাটতে না কাটতেই আবারও আমেরিকার আরকানসাস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতুতে আঘাত করেছে একটি মার্কিন মালবাহী জাহাজ। এ ঘটনার পর ওকলাহোমা স্টেট পেট্রোল কর্তৃপক্ষ সেতুর সাথে যুক্ত হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি বার্তা সংস্থা এপি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ব্লুমবার্গ, নিউ ইয়র্ক পোস্ট, সিএনএন, পার্স টুডে, এবিসি নিউজের প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে ভিন্ন পথে চলাচলের অনুরোধ করেছে। সেতু পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
তবে কী কারণে জাহাজটি সেতুতে আঘাত করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামজিক মাধ্যম এক্স পেইজে প্রচারিত ভিডিওতে দেখা যায়, জাহাজের আঘাতে সেতুর সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কী সেতুতে কার্গো হলার ‘এমভি ডালি’ আঘাত হানার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে আরকানসাস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতু জাহাজের আঘাতে ক্ষতিগ্রস্ত হলো। গত মঙ্গলবার মালবাহী জাহাজটি ২.৬ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট সেতুতে আঘাতে করে যার ফলে অন্তত ছয়জন নিহত হয়।