যে কারণে বাইডেনের ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান মুসলিমদের

বাইডেন
  © ফাইল ছবি

পবিত্র রমজানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারের আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে কয়েকজন মুসলিম মার্কিনি তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ফলে বাতিল করতে হয় এ আয়োজন।

হোয়াট হাউস সূত্র জানিয়েছে, গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে বেশ কয়েকজন মুসলিম আমেরিকান ইফতারের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এ কারণে হোয়াইট হাউস ওই অনুষ্ঠান বাতিল করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউসের খাবারে অংশ নেওয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পর মঙ্গলবার এই অনুষ্ঠান বাতিল করা হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) উপ-পরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, প্রাথমিকভাবে যেতে রাজি হওয়া আমন্ত্রিতরাসহ অনেক লোক উপস্থিত না হওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

মিচেল বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় শুরুতেই বলেছিল যে হোয়াইট হাউসে গিয়ে খাবার গ্রহণ করা তাদের পক্ষে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে, কারণ গাজায় ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা ও তাদের হত্যা করার বিষয়ে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  

সোমবার সিএনএন ও এনপিআর জানায়, হোয়াইট হাউস একটি ছোট কমিউনিটি ইফতারের প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা দেয়, তারা শুধু মুসলিম সরকারি কর্মীদের জন্য খাবারের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে পৃথক বৈঠক করবে।

ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের কারণে আরব ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তা প্রশমিত করার জন্য এই ইফতার অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।  

সমালোচকরা সতর্ক করে দিয়ে বলছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যালট বাক্সে এই ক্ষোভ বাইডেনের জন্য বিপদ হতে পারে। 

এদিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের নৃশংস গণহত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক থেকে বের হয়ে গেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন মার্কিন চিকিৎসক। তাঁর নাম ডা. থায়ের আহমেদ। তিনি আমেরিকার শিকাগোর একটি হাসপাতালে জরুরি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।

আজ বুধবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

সিএনএন জানিয়েছে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অল্প সংখ্যক মুসলিম আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা এখনো চলমান। এ যুদ্ধে শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা। এ কারণে গত কয়েক মাসে বেশ কয়েকবার বিভিন্ন প্রতিবাদমূলক ঘটনার মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৈঠকের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকটি ছিল গভীর বিষাদময়। তিনি গাজায় নিহত প্রতিটি নিরপরাধ মানুষের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। একই সময়ে তিনি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির ব্যাপারে কাজ চালিয়ে যেতে তাঁর অঙ্গীকার পুর্নব্যাক্ত করেন।

এদিকে বৈঠক থেকে বের হয়ে যাওয়ার সময় ডা. থায়ের আহমেদ বলেন, ‘আমি গাজায় বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছি, সেখানে কী অবর্ণনীয় কষ্ট ভোগ করছে ফিলিস্তিনিরা। আর এই বৈঠকে দুঃখজনকভাবে আমিই একমাত্র ফিলিস্তিনি। আমি আমার সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে বৈঠক ত্যাগ করছি।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক থেকে বের হয়ে যাওয়ার সময় ডা. থায়ের রাফাহর আট বছর বয়সী এতিম শিশু হাদিলের লেখা একটি চিঠি বাইডেনের হাতে তুলে দেন।

সূত্র : আল-জাজিরা, সিএনএন


মন্তব্য