ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িতেই ফিরছেন অসহায় ফিলিস্তিনিরা

গাজা
  © সংগৃহীত

গাজার দক্ষিণের খান ইউনিসে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িতে ফিরছেন অসহায় ফিলিস্তিনিরা। গতকাল রবিবার (৭ এপ্রিল) দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণার পরই বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়া রয়টার্স, সিএনএনের প্রতিবেদনেও একই তথ্য জানা গেছে।

গত কয়েক মাস ধরে খান ইউনিস শহরে স্থল অভিযান চালিয়ে আসছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, দক্ষিণ গাজা থেকে স্থল অভিযানে থাকা সেনা সরিয়ে নেওয়া হয়েছে। মিশর সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরসহ অন্যান্য স্থানে ভবিষ্যত অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের সংবাদদাতা সীমান্ত এলাকা থেকে দূরে গাজার ভেতর থেকে বিপুল সংখ্যাক ইসরায়েলি সেনা সরে যাওয়ার কোনো লক্ষণ দেখেননি। তবে রাতে খান ইউনুস থেকে অনেক ট্যাংক সরে যেতে দেখা গেছে। সেসব ট্যাংক গাজা-ইসরায়েল সীমান্তে এনে রাখা হয়েছে।

গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের লেফটেনেন্ট জেনারেল হার্জি হাভেলি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সেনা সরিয়ে নেওয়া মানে অভিযান বন্ধ এমনটি বলা যাবে না। গাজায় ইসরায়েলের সামরিক লক্ষ্য পুরোপুরি সফল হয়েছে বলেও জানান তিনি। 

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ১৭৫ জন। আহত হয়েছে ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি। টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজার প্রায় ৭২ শতাংশ ঘরবাড়িই ধ্বংস হয়ে গেছে।