বন্যায় দুবাই বিমানবন্দরে ১২৪৪ ফ্লাইট বাতিল

ফ্লাইট
  © ফাইল ছবি

দুই দিনের তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতের কবলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দুবাই বিমানবন্দর। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিমানবন্দরের মোট এক হাজার ২৪৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ঘুরিয়ে দেওয়া হয়েছে আরও ৪১টি ফ্লাইট।

বিমানবন্দরের একজন মুখপাত্রের বরাতে খালিজ টাইমৃস জানিয়েছে, বন্যায় রানওয়ে প্লাবিত হয়ে পরিষেবা ব্যাহত হওয়ার পর এদিন সকালে টার্মিনাল ১ থেকে আংশিক কার্যক্রম শুরু হয়। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরটি ২৪ ঘণ্টার মধ্যে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কঠোর পরিশ্রম করছে।

এর আগে মঙ্গলবার যাত্রীদের খুব প্রয়োজন না হলে টার্মিনাল ১-এ না যাওয়ার আহ্বান জানায় দুবাই বিমানবন্দর। এছাড়া টার্মিনালে পুনরায় বুকিং সুবিধা না থাকায় বিমান সংস্থাগুলোর সঙ্গে যাত্রীদের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত দুবাই ছেড়ে যাওয়া যাত্রীদের জন্য চেক-ইন স্থগিত করে এমিরেটস। এতে বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। ভোগান্তিতে পড়ে যাত্রীদের অনেকেই বিমানবন্দরের লাউঞ্জে, মেঝেতে অবস্থান করেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ