১৭ মে ২০২৪, ১৭:৩২

অস্থায়ী জেটি থেকে প্রথমবার গাজায় গেল মানবিক সহায়তা

  © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নির্মিত অস্থায়ী জেটি থেকে প্রথমবার গাজায় ট্রাকে করে মানবিক সহায়তা পৌঁছেছে। গাজার উপকূলে হাজার হাজার ফিলিস্তিনি মানবিক সংকটের মধ্যে থাকায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের মাঝে ত্রাণ সরবরাহের জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করে। এরপরই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ত্রাণ সরবরাহের জন্য জেটি নির্মাণের কাজ শুরু করে। খবর বিবিসি 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) সকাল ৯টায় পিয়ার থেকে ত্রাণবাহি ট্রাকগুলো গাজার উপকূলের বিভিন্ন প্রান্তে যায়। 

সেন্ডকম জানিয়েছে, ভাসমান পিয়ারটি ইসরায়েলি বন্দর অ্যাশডোডে নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে সেটিকে গাজার উপকূলে নিয়ে যাওয়া হয়। কারণ এখানে দেশটির কোনো বন্দর নেই। তবে ত্রাণ সরবরাহের সময় কোনো মার্কিন সৈন্য তীরে যায়নি। 

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েরি অভিযান শুরু হলে সেখানে ত্রাণ পাঠানে সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানে কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র একটি ভাসমান জেটি নির্মাণ করে। 

এ ঘোষণার পরই গত বুধবার সাইপ্রাসে একটি বাণিজ্যিক জাহাজে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ লোড করা হয়। যা এই জেটি দিয়ে সরবরাহ করার কথা রয়েছে।