২২ মে ২০২৪, ১৩:৩৭

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড-নরওয়ে

  © ফাইল ছবি

আইরিশ সরকার আজ বুধবার (২২ মে) ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেবে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় আইরিশ সরকার জানায়, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া এবং মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। তাদের যুক্তি, এ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য।

এদিকে আজ বুধবার (২২ মে) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। আগামী ২৮ মে তারা স্বীকৃতি দিতে পারে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
 
জোনাস গহর স্টোর জানিয়েছে, নরওয়েজিয়ান সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।