চলন্ত মোটরসাইকেলে রোমান্স, পুলিশ ধরতেই কান ধরে ক্ষমা চাইল যুগল

আন্তর্জাতিক
  © সংগৃৃহীত

এক যুগলের রোমান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায় চলন্ত মোটরসাইকেলে ট্যাঙ্কের ওপর বসে চালককে চুমু খাচ্ছেন তরুণী। পথচারীদের করা সেই ভিডিও পুলিশের হাতে পৌঁছাতেই গ্রেপ্তার হলেন দুজন। গ্রেপ্তারের পর তারা কান ধরে ক্ষমাও চেয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই যুগলের বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল আচরণের অভিযোগে ২৯৪-এ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনাটি রাজস্থানের কোটার। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুরন্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছেন। গাড়ির তেলের ট্যাঙ্কের ওপর বসেছিলেন তরুণী। চালককে চুমু খান তিনি। রাস্তায় যুগলের এমন কাণ্ড দেখে ভিডিও করেন পথচারীরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি।

কোটার পুলিশ সুপার অমৃতা দুহন বলেন, গ্রেপ্তাররা কৈথুন ও দিল্লির বাসিন্দা। তারা দুজন লিভ-ইন সম্পর্কে রয়েছেন। ওই যুগল এই কাণ্ডের জন্য ক্ষমা স্বীকার করেছেন। কিন্তু ট্রাফিক আইন ভাঙা এবং প্রকাশ্যে অশ্লীল আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।