ভূমিকম্পে ১০ মিনিটে দু’বার কাঁপলো জাপান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ০৩ জুন ২০২৪, ০২:৩৬ PM

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়। তবে এখনো দেশটিতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সোমবার (৩ জুন) সকাল ৬টা ৩১ মিনিটে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ঠিক এর ১০ মিনিটের মধ্যে আবারও কেঁপে ওঠে গোটা অঞ্চল।
রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, এর কেন্দ্রস্থল ছিল জাপানের নোটো উপদ্বীপে। ভূমিকম্পের পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন।
দেশটির মধ্যাঞ্চলে গত ১ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে ২৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ।
শঙ্কা করা হচ্ছে, বড় ধরনের কোনো ভূমিকম্পে হলে ধসে পড়তে পারে জাপানের বহু ঘরবাড়ি।