মেট্রোতে বসতে না দেওয়ায় তরুণীকে মারধর; আটক বৃদ্ধ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৮:২৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০৮:২৯ AM

মেট্রোরেলে বসা নিয়ে কথা কাটাকাটির জেরে চীনে এক তরুণীকে মারধরের ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে সাবওয়ে লাইন ১০ মেট্রোরেলে এ ঘটনা ঘটে।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধ মেট্রোতে ওঠার পর বসার জন্য তরুণীকে সিট থেকে উঠতে বলেন। পরে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই বৃদ্ধ ভুক্তভোগীকে তাঁর কাছে থাকা লাঠি দিয়ে আঘাত করেন।
এরইমধ্যে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘পুলিশকে কল করুন, আমরা থানায় যাব। আপনি বলতে পারেন আমি আপনাকে হয়রানি করছি।’
এদিকে এ ভিডিও দেখার পর এর নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লেখেন, ‘বিব্রতকর’। ‘ওই লোকটা একটা ভাঁড়’। আরেকজন লেখেন, ‘চীনে এ ঘটনা সচারাচর দেখা যায় না।’