চাল রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করছে ভারত

ভারত
  © ফাইল ছবি

গতবছর বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করতে চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তবে, এবার সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার কথা ভাবছে তারা।

আজ মঙ্গলবার (০৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আগামী অক্টোবরের আগে এই নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। 

বিশ্বের চাল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণ করতে দীর্ঘদিন ধরেই চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে ভারত। আগামী অক্টোবরে নতুন চাল বাজারে আসতে যাচ্ছে। এর আগে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে চাইছে তারা।
  
নাম প্রকাশে অনিচ্ছুক এ খাতের কয়েকজন কর্মকর্তার বরাতে ব্লুমবার্গ বলছে, নির্দিষ্ট শুল্ক দিয়ে সাদা চালের রপ্তানির অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার। এ ছাড়া সিদ্ধ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ কর প্রত্যাহার ও ফিক্সড লেভি আরোপ করতে পারে কর্তৃপক্ষ। 

এর আগে ২০২৩ সালে চাল রপ্তানি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে, এখন যদি ভারত চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে, তাহলে এশিয়া ও বিশ্ব বাজারে চালের দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ফলে ভারতের ঘরোয়া বাজারে চালের দাম এখন ঊর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা। 

সরকারি তথ্য অনুসারে, ১ এপ্রিল থেকে গত দুই মাসে ভারতের মোট চাল রপ্তানি এক বছর আগের তুলনায় ২১ শতাংশ কমে ২.৯ মিলিয়ন টনে নেমে এসেছে। একই সময়ে নন-বাসমতি চালের চালান ৩২ শতাংশ কমে ১.৯৩ মিলিয়ন টন হয়েছে।