ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৪, ০৯:০৬ AM

ভারত ও চীনের প্রতিবেশি দেশ নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন। দেশটির পার্লামেন্টে আজ শুক্রবার আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে হেরে যাওয়ায় এখন বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হবে পুষ্প কমল দহলকে।
দ্য কাঠমাণ্ডু পোস্ট ও বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রায় ১৯ মাস ক্ষমতায় ছিলেন পুষ্প কমল দহল। এরপর গত ৩ জুলাই তাঁর জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। ফলে সংবিধান অনুযায়ী বাধ্য হয়ে পুষ্পকে সংসদে আস্থাভোটের আয়োজন করতে হয়।
আজ শুক্রবার আস্থা ভোটে পুষ্প কমল দহল পেয়েছেন মাত্র ৬৩টি ভোট। ক্ষমতায় থাকার জন্য নিম্নকক্ষের ২৭৫টি আসনের মধ্যে অন্তত ১৩৮টি ভোট পেতে হতো পুষ্পকে। কিন্তু তিনি তা পাননি। বরং তাঁর বিপক্ষে ১৯৪জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন।
এদিকে পুষ্প কমলের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে নেপালি কংগ্রেস দলের সঙ্গে হাত মিলিয়েছে ইউএমএল। এই জোট এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউন্টি পার্টির নেতা খড়গ প্রসাদ অলিকে নির্বাচিত করবেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে নেপালে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েছিল পুষ্প কমল দহলের দল। এরপর অন্যান্য দলের সঙ্গে জোট করে ক্ষমতায় বসেন পুষ্প কমল দহল। তবে জোটে ঐক্য না থাকার ১৯ মাসের মাথায় ক্ষমতাচ্যুত হতে হলো নেপালের এই প্রধানমন্ত্রীকে।