তাইওয়ান ও ফিলিপাইনের পর চীনে টাইফুন গায়েমির তাণ্ডব
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৪, ০৯:৩৪ AM

তাইওয়ান এবং ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে টাইফুন গেইমি। ঝড়ের পূর্বাভাসের পর চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজান প্রদেশে বসবাসকারী দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) তাইওয়ান এবং ফিলিপাইন জুড়ে গেইমির আঘাতের পর, বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফিলিপাইন বলেছে, গেইমির আঘাতে উপকূলে প্রায় ১৫ লাখ লিটার জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার ডুবে গেছে। ওই ট্যাংকারের ১৬ ক্রুকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছে। তাছাড়া সমুদ্রে পড়ে যাওয়া তেলের ধারা রোধেও হিমশিম খাচ্ছে তারা।
এদিকে, তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৯ ক্রুসহ ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজের সন্ধানে তল্লাশি চলছে। েস্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়টি চীনের উপকূলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।
ফুজানে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। উত্তর চীনের কর্তৃপক্ষ সতর্ক করেছে, সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং বন্যা হতে পারে।