পাপুয়া নিউগিনিতে সিরিজ হামলা, নিহত ২৬
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৪, ০৪:১২ PM

একদল দুর্বৃত্ত পাপুয়া নিউগিনিতে সিরিজ হামলা চালিয়েছে। ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত চালানো হয় এসব হামলা। সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহতের সংখ্যা ২৬। যাদের মধ্যে ১৬ জনই শিশু। মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানকার থানায় সাধারণত খুব বেশি সংখ্যক পুলিশ থাকে না। আর সেই সুযোগেই ছুরি, বন্দুক, হাতুড়িসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার তদন্ত করতে সেখানে পৌঁছেছে দেশের আধাসামরিক বাহিনীর বিশাল একটি টিম। পুলিশ জানায়, ‘আই ডোন্ট কেয়ার’ নামে একটি গ্যাং গত কয়েক মাস ধরেই সহিংসতা চালিয়ে আসছে অঞ্চলটিতে। এই ঘটনাটিও তাদেরই ঘটানো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে হামলার সঙ্গে জড়িত প্রায় ৩০ জনের নাম-পরিচয় জানা গেছে বলে জানানো হয়েছে। তবে প্রকাশ করা হয়নি তাদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য।
তথ্য: বিবিসি