ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রধানকে অপসারণ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৪:২৬ PM
-10324.jpg)
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান নিতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে ‘অপসারণ’ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের দুজনকেই নিজস্ব রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।
দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর প্রধানকে অপসারণের এই ঘটনাকে নজিরবিহীন বলছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তাদের অপসারণ করে রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।
নিতিন আগারওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অন্যদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা। নিতিনকে ২০২৩ সালের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্বে ছিলেন।
তবে কেন তাদের এভাবে সরিয়ে দেয়া হলো তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। সরকারের পক্ষ থেকে এখনও এ নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।