হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতে পালিয়া যাওয়া আ.লীগ নেতার মৃত্যু

মৃত্যু
  © সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল মারা গেছেন। বাদল রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইদুলের পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবরে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল সীমান্তবর্তী মাঝাড়দিয়াড় চর এলাকায় আশ্রয় নেন। পরে চরের সীমান্ত দিয়ে ভারতে চলে যান। সেখানেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় এক ছাত্রলীগ নেতা জানান, প্রবীণ এ রাজনীতিবীদ গত ৫ আগস্ট দুপুরেই বাড়ি ছাড়েন। পরে দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। মহিলা ছাড়া তার পরিবারের অন্য সদস্যরাও পলাতক আছেন। সোমবার দুপুরে তিনি মারা গেছেন। তাকে দেশে আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে দামকুড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদলের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।