বন্যায় ভারতের ত্রিপুরায় ২২ জনের মৃত্যু
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১২:২৯ PM
গত কয়েক দশক পর টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের ত্রিপুরায়। প্লাবিত হয়েছে বহু এলাকা। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২ জনে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
আজ শুক্রবার (২৩ আগস্ট) এই তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন। রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৭ লাখ। ঘটেছে বহু ভূমিধসের ঘটনাও।
ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরার আটটি জেলার জন্যই ‘রেড অ্যালার্ট’ বজায় রেখেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বন্যা কবলিত এলাকায় সাহায্য ও সহায়তা আরও বাড়াতে বিমান বাহিনী কাজ করছে।
এদিকে, রাজ্য প্রশাসনের অনুরোধের পর আসাম রাইফেলসের চারটি বাহিনী বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়। তারা বন্যায় কারণে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, ভারী বৃষ্টির কারণে ত্রিপুরায় বন্ধ রাখা হয়েছে স্কুল।